Wednesday, August 27, 2025
HomeScrollবাজেট মাত্র ৫০০০ টাকা! কলকাতার কাছেই এই ৭টি জায়গায় আসুন সপরিবারে

বাজেট মাত্র ৫০০০ টাকা! কলকাতার কাছেই এই ৭টি জায়গায় আসুন সপরিবারে

ওয়েব ডেস্ক: গরমের ছুটি (Summer Vacation) দরজায় কড়া নাড়ছে। স্কুলে ছুটি মানেই বাচ্চাদের ঘুরতে যাওয়ার আবদার, আর বড়দের মাথায় ছুটি কাটানোর নানা পরিকল্পনা। তবে সব সময় যে সেই প্ল্যান বাস্তব হয়, তা নয়। হিল্লি-দিল্লি কিংবা দার্জিলিং-গ্যাংটক—এইসব দূরবর্তী জায়গায় যাওয়া যেমন খরচসাপেক্ষ, তেমনই সময়েরও প্রয়োজন পড়ে বেশি। আর প্রাইভেট চাকরিজীবীদের তো লম্বা ছুটি পাওয়া যেন সোনার পাথরবাটি!

তবে চিন্তার কিছু নেই। যদি পরিবার নিয়ে একদিনে ঘুরে আসার মতো কোনও চটজলদি প্ল্যান করতে চান, তবে আপনার জন্য রইল দারুণ কিছু বিকল্প। কলকাতা ও আশপাশে এমন অনেক মনভোলানো জায়গা আছে, যেখানে একদিনেই ঘুরে আসা যায়—তাও আবার মাত্র ৫০০০ টাকার মধ্যেই পুরো পরিবারের খরচ সেরে।

আরও পড়ুন: ঘরেই রেস্টুরেন্টের স্বাদ, রেড সস পাস্তা তৈরি করুন সহজ পদ্ধতিতে!

আপনি হয়তো ভাবছেন, এত কম বাজেটে আবার কোথায় ঘোরা যায়? কিন্তু বাস্তবে এমন ৭টি জায়গা রয়েছে, যেগুলো শুধু স্বল্প খরচেই ঘোরা সম্ভব নয়, সেই সঙ্গে প্রকৃতির টান, ইতিহাসের গন্ধ আর একদিনের মানসিক বিশ্রাম—সবই মিলবে একসঙ্গে।

এখনই হাতে কলমে প্ল্যান শুরু করে দিন। কারণ গরমের ছুটির সেই একটিমাত্র উইকেন্ডও যদি ঠিকঠাক কাজে লাগাতে পারেন, তবে পরিবারকে সঙ্গে নিয়ে মন ভালো করে দেওয়ার মতো একটা ছোট্ট সফর যে দারুণ উপহার হতে পারে, তা তো আর বলার অপেক্ষা রাখে না!

দেখুন আরও খবর:

Read More

Latest News